৫ জুন বরিশাল জেলায় ৩৪ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১ জনের

৫ জুন বরিশাল জেলায় ৩৪ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১ জনের

শুক্রবার (০৫ জুন) গত ২৪ ঘন্টার হিসাব মোতাবেক বরিশাল জেলায় নতুন করে করোনায় আরো ৩৪ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৬৬ জনে।নতুন করে সুস্থ হয়েছেন ০৩ জন। মোট সুস্থের সংখ্যা দাড়িয়েছে   ৫৮ জনে। শুক্রবার দেলোয়ার হোসেন (৪০) নামে সিটি কর্পোরেশনভুক্ত চান্দুর মার্কেট এলাকার ০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ০৫ জন।

শুক্রবার (০৫ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী উজিরপুর ও মুলাদী প্রত্যেক উপজেলার ০১ জন করে ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসক,  ০৮ জন নার্স ও ০১ জন স্টাফসহ ১০ জন, পুলিশ হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসক, ইসলামি ব্যাংক হাসপাতালে কর্মরত ০১ জন নার্স, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত রুপাতলি ও আলেকান্দা এলাকার ০৪ জন করে ০৮ জন, নথুল্লাবাদ এলাকার ০২ জন, ব্রাউন কমপাউন্ড, নাজির মহল্লা, চাঁদমারি, সাগরদি, কাঠপট্টি, বাংলাবাজার, ভাটিখানা, হাটখোলা, গোরস্থান রোড, শের-ই-বাংলা সড়ক,কাঠপট্টি প্রত্যেক এলাকার ০১ জন করে ১১ জন, সদর উপজেলাধীন চরমোনাই এলাকার ০১ জন করে মোট ৩৪ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। 

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে ।